‘‌‌অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ’

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ০৯:২৪ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে টানা চার ম্যাচ হেরে সেমিফাইনালের আশা শেষ হয়ে গেছে বাংলাদেশের। আগামীকাল বৃহস্পতিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে মাহমুদউল্লাহরা। দুবাইয়ের এই ম্যাচ জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। 

বুধবার (৩ নভেম্বর) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তেমনটাই জানিয়ে গেছেন দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

মিরপুরের উইকেট আর দুবাইয়ের উইকেট এক নয়। আর নয় বলেই বাংলাদেশের ব্যর্থতার মিছিল চলছে। তারপরও সুপার টুয়েলভে অজিদের বিপক্ষে দৃঢ়ভাবে ঘুরে দাঁড়ানোর বিশ্বাস বাংলাদেশ ক্যাম্পে।

লাল-সবুজ দলের স্পিন কোচ হেরাথ সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমাদের জয়ের একটি সুযোগ এখনও আছে, অস্ট্রেলিয়ার সঙ্গে। আমরা প্রতিটি হারের পর ম্যাচ নিয়ে বিশ্লেষণ করছি, এটা তো করতেই হবে। এটাই মূল কাজ। আমি এখনও বিশ্বাস করি যে অস্ট্রেলিয়ার সঙ্গে আমরা দৃঢ়ভাবে ঘুরে দাঁড়াবো।’

পেশাদার ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে সবার মধ্যে জেতার আত্মবিশ্বাস ফেরানোর আহ্বান এই কোচের, ‘পেশাদার ক্রিকেটার হিসেবে আমাদের অবশ্যই শক্তভাবে ফিরতে হবে। এখনও আমাদের একটি ম্যাচ আছে। তো এই হিসেবে আমাদের লড়াকু বা জয়ের মানসিকতাটা ধরে রাখতে হবে এবং জয়ের আত্মবিশ্বাসটা ফেরাতে হবে। এজন্য বাংলাদেশ ক্রিকেটের এগিয়ে চলার ব্যাপারে আমাদের ভাবতে হবে।’

পাকিস্তান সিরিজের আগে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়ের আত্মবিশ্বাস সঙ্গী করতে চায় বাংলাদেশ, ‘আমি বিশ্বাস করি এই দলটা অনেক ভালো পারফর্ম করতে পারে। আমাদের একটা ম্যাচ এখনও আছে, সবাই চাইছে এই ম্যাচে ভালো করতে। কারণ এরপর আমাদের পাকিস্তান সিরিজ। আমরা এই ম্যাচে জয়ের আত্মবিশ্বাস ফেরানোর চেষ্টা করবো, সামনে এগোনোর পথ খোঁজার চেষ্টা করবো।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh