৩ কোটি মানুষ দুই ডোজের আওতায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২১, ১০:১০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত একদিনে ৫ লাখ ৯৭ হাজার ৪৯৯ ডোজ করোনাভাইরাস প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ৮৬ হাজার ৭৫২ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ লাখ ১০ হাজার ৭৪৭ জনকে।

এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৪ কোটি ৩১ লাখ ১ হাজার ১৯৯ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৩ কোটি ২ লাখ ৮ হাজার ৭০০ জন।

বুধবার (৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

দেশে এখন পর্যন্ত করোনার টিকা এসেছে ৭ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৪২০ ডোজ। এর মধ্যে ৭ কোটি ৩৩ লাখ ৯ হাজার ৮৯৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।

দেশের মানুষকে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, মডার্না ও চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে।

টিকার জন্য এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৭৫ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh