নরসিংদীতে সংঘর্ষে নিহত ৩

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৯:৪২ এএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ১০:৩৬ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

চরাঞ্চলের আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীতে দুই গ্রুপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ভোর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাহেব আলী পাঠান।

নিহতরা হলেন আমির হোসেন, আশরাফুল হক ও খুসু বেগম।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে এই বিরোধ আরও বেড়ে যায়। বৃহস্পতিবার সকালে আলোকবালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের নেকজানপুর এলাকায় দুই ইউপি মেম্বার প্রার্থী আবুল খায়ের ও রিপন মোল্লার সমর্থকদের মধ্যে কথাকাটাকাটি হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ তিনজন নিহত হয়। আহত হয়েছেন আরও ২০ জন। আহতদের নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh