আপিল শুনানির আগে মৃত্যুদণ্ড কার্যকরের খবর সত্য নয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০২:২৪ পিএম

আনিসুল হক। ফাইল ছবি

আনিসুল হক। ফাইল ছবি

আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের একটি সংবাদ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তবে সংবাদটি সঠিক নয় বলে দাবি করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

সচিবালয়ে নিজ দপ্তরে বৃহস্পতিবার (৪ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন দাবি করেন।

আইনমন্ত্রী বলেন, আপিল শুনানির আগে তাদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, এ কথাটি কিন্তু সঠিক না। তাদের আপিল শুনানি হয়েছে, জেল আপিল ছিল, জেল আপিল শুনানি হয়েছে। জেল আপিল শুনানির পরে তাদের প্রাণভিক্ষা চাওয়ার যে অধিকার, সেটাও দেয়া হয়েছিল। রাষ্ট্রপতি নাকচ করার পরে তাদের ফাঁসি দেয়া হয়েছে।

একটি হত্যা মামলায় ঝড়ু ও মকিম নামের দুই আসামির নিয়মিত আপিল নিষ্পত্তির আগে তাদের দণ্ড কার্যকর করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।  

মৃত্যুদণ্ড বহাল রেখে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে ২০১৩ সালে আপিল বিভাগে নিয়মিত আপিল করেছিলেন দণ্ডিত দুই ব্যক্তি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh