নিয়ম অনুযায়ীই ফাঁসি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০২:৪৬ পিএম

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ফাইল ছবি

আপিল শুনানির আগে চুয়াডাঙ্গায় দুই আসামির মৃত্যুদণ্ড কার্যকরের একটি সংবাদ সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সেই অভিযোগ প্রসঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তার ভাষ্য, নিয়ম অনুযায়ীই ফাঁসি দেওয়া হয়েছে।

সচিবালয়ে বৃহস্পতিবার (৪ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখানে আমাদের কাছে কোনো আপিলের যদি খবর থাকত, তাহলে নিশ্চয়ই সেটার একটা ব্যবস্থা হতো। যেটুকু আমরা দেখেছি, একদম যথাযোগ্য নিয়ম অনুযায়ীই হয়েছে। প্রত্যেকটা স্টেপের পরে যে আরেকটা স্টেপ, সেটাই আসছে।

আমাদের জানামতে কোনো আপিল তার নামে পেন্ডিং ছিল বলে কারা কর্তৃপক্ষ কিংবা আমাদের কাছে জানা ছিল না, জানা নেই, বলেন মন্ত্রী।

তাহলে ঝামেলা কোথায় হয়েছে-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা আমরা বলতে পারব না। যথাযথ নিয়মের মধ্যে ফাঁসি দেওয়া হয়েছে।

আপিল নিষ্পত্তির আগেই চুয়াডাঙ্গার মনোয়ার হত্যা মামলার দুই আসামি মকিম ও ঝড়ুর ফাঁসি কার্যকরের অভিযোগ উঠেছে। ৪ বছর আগে কার্যকর হওয়া ওই ২ জনের আপিল বুধবার (৩ নভেম্বর) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির জন্য কার্যতালিকায় ১১ নম্বর ক্রমিকে ছিল। তবে শুনানি হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh