যশোর হাসপাতালে অক্সিজেন প্লান্টে বিস্ফোরণ

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৩:২৬ পিএম

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- খুলনা শিপইয়ার্ড এলাকার আলী আহমেদের ছেলে কেরামত আলী (৩০) ও যশোর সদরের নীলগজ্ঞ এলাকার মৃত নিরাপদ দাসের ছেলে পরিতোষ কুমার দাস।

আহত পরিতোষ কুমার দাস জানান, হাসপাতালের করোনা ইয়ালো জোনের সামনে গিয়ে অক্সিজেন ভরছিল। আমি পাশে দাঁড়িয়ে দেখছিলাম। এসময় বিস্ফোরণটি ঘটে। 

এতে আমার হাতের একটি অংশ পুড়ে গেছে। হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ জানান, করোনা রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালের ইয়োলো জোনের সামনে অক্সিজেন প্ল্যান্টটি স্থাপন করা হয়েছিলো। 

বৃহস্পতিবার প্ল্যান্টের অক্সিজেন সরবরাহ করার সময় একটি সিলিন্ডারের হোস পাইপে বিস্ফোরণ ঘটে। এতে সরবরাহকারী কেরামত আলীর ডান হাতটি পুড়ে গেছে। অপর আরেকজনের ডান হাতের কিছু অংশ পুড়ে গেছে। দুজনকেই চিকিৎসা দেয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত। 

আবাসিক চিকিৎসক আরিফ আহমেদ আরো জানান, বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হয়েছে। এরপরই তারা মেরামতের কাজ সম্পন্ন করেছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh