কুবির উপ-উপাচার্য হলেন ড. হুমায়ুন কবির

কুবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৩:৩৮ পিএম

অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির

অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপ-উপাচার্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরকে নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তিনিই প্রথম উপ-উপাচার্য।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলর আব্দুল হামিদের অনুমতিক্রমে ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় ( সংশোধন) আইন, ২০১৩ এর ১১ক(১) ধারা অনুসারে ড. মোহাম্মদ হুমায়ুন কবির, অধ্যাপক, ইসালামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়কে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।

উল্লেখ্য, ড. মোহাম্মদ হুমায়ুন কবির আগামী চার বছর এ পদে বহাল থাকবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh