বিসিবির কোর্টে মাহমুদউল্লাহর অধিনায়কত্ব

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২১, ০৮:৫২ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২১, ০৮:৫৩ পিএম

মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ রিয়াদ

অস্ট্রেলিয়ার সঙ্গে লজ্জাজনক হারের পর সংবাদ সম্মেলনে অবধারিতভাবেই প্রশ্ন এলো অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মাহমুদউল্লাহ স্পষ্ট করেই জানালেন, টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন না। অধিনায়কত্বের বিষয়টিও ঠেলে দিয়েছেন বোর্ডের কোর্টে!

টুর্নামেন্টের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ারে বিপক্ষে বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারেনি বাংলাদেশ। আগে ব্যাট করে অলআউট হয়েছে দ্বিতীয় সর্বনিম্ন স্কোরে। সেই রান আবার মাত্র ৬.২ ওভারে তাড়া করে জিতে গেছে অস্ট্রেলিয়া।

ব্যাটিং-বোলিংয়ে এমন বাজে পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ জানালেন, ‘অধিনায়কত্বের বিষয়টা আমার হাতে নেই। এটা বোর্ডের সিদ্ধান্ত। আমার তরফ থেকে আমি সব সময় চেষ্টা করেছি দলটাকে আগলে রাখতে। পারফরম্যান্স আদায় করতে। সম্ভবত আমার অধিনায়কত্বে ঘাটতি ছিল। তবে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত বোর্ড দেবে। এটা আমার হাতে নেই।’

টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহর পারফরম্যান্স কখনোই ভালো ছিল না। আগের ছয়টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নিয়েই মরুর দেশে গিয়েছিলেন ভালো কিছু করার প্রত্যাশায়। কিন্তু ব্যক্তিগতভাবে হতাশা ছাড়া আর কিছুই উপহার দিতে পারলেন না। আগের বিশ্বকাপের মতো এই বিশ্বকাপেও ফিরলেন অতৃপ্তি নিয়ে। ৮ ইনিংসে তার রান ১৬৯, গড় ২৮.১৬ ও স্ট্রাইক রেট ১২০.৭১। তাই অবসর নিয়ে প্রশ্ন উঠতেই হাসিমুখে মাহমুদউল্লাহ বললেন, ‘না। এই মুহূর্তে ওরকম কিছু (টি-টোয়েন্টি থেকে অবসর) চিন্তা করছি না।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh