একাত্তর টিভির শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২১, ১০:১৫ এএম

একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদ। ছবি: সংগৃহীত

একাত্তর টিভির বার্তা প্রধান (হেড অব নিউজ) শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন এক নারী।

বৃহস্পতিবার রাতে গুলশান থানায় করা এই অভিযোগে শাকিলের বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগও আনা হয়েছে।

গুলশান থানার এসআই মো. নুরুজ্জামান গণমাধ্যমকে বলেন, এক নারী থানায় একটি অভিযোগ দিয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে। বিস্তারিত আগামীকাল (শুক্রবার) সকালে বলা যাবে।

পুলিশ জানায়, অভিযোগকারী চিকিৎসকের ডাক্তারি পরীক্ষা করা হবে।

এসআই নুরুজ্জামান বলেন, “ডাক্তারি পরীক্ষার জন্য বাদীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।” 

শাকিল আহমেদ বলেন, একাত্তর টিভিতে থাকার কারণেই তিনি ‘ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু’ হয়েছেন।

অভিযোগকারী নারী একজন চিকিৎসক, তিনি এর আগে শাকিলের বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলনও করেছিলেন।

তাতে তিনি বলেন, তিনি চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়েছিল।

এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে দাবি করে ওই নারী বলেন, তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি।

ওই নারী আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।

অভিযোগের বিষয়ে শাকিল বলেন, “আমি দারুণ ‘শকড’। তারপরও যে কোনো তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সত্য বের হয়ে আসবে।

“যেহেতু একাত্তর টেলিভিশনের বার্তা প্রধানের দায়িত্বে আছি, ব্যক্তি আমি বলে না, ৭১ এ বার্তা প্রধান আছি বলেই আমি একটা মহলের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছি।”

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh