দোয়েল কেন জাতীয় পাখি

কাজী সানজীদ

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০৯:২০ এএম | আপডেট: ০৭ নভেম্বর ২০২১, ০৯:২০ এএম

দোয়েল। ছবি: কাজী সানজীদ

দোয়েল। ছবি: কাজী সানজীদ

জাতীয় পাখি, পশু, মাছ বৃক্ষ এগুলো সিম্বলিক ব্যাপার, যাকে সৌখিনতাও বলা যায়। এদেশের পাখিবিদরাই জাতীয় পাখি হিসেবে দোয়েলের নাম প্রস্তাব করেছিলেন বেশ কিছু বৈশিষ্ট্যের কারণে। 

রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত দেশের বরেণ্য পাখিবিদ ইনাম আল হকের বক্তব্য থেকেই এর ব্যাখ্যা পাওয়া যায়। আমাদের দোয়েলের পুরো নাম উদয়ী দোয়েল। ইংরেজি নাম Oriental Magpie Robin.

প্রথমত, দেখা হয়েছিল এই পাখিটি অন্য কোনো দেশ জাতীয় পাখি করেছে কি-না? না, করেনি।

দ্বিতীয়ত, এই পাখিটি দেশের সর্বত্র দেখতে পাওয়া যায়। প্রত্যন্ত চিরসবুজ বা পাতাঝরা বনে যেমন- এর উপস্থিতি আছে, আবার শহুরে কংক্রিট বনেও এরা মানুষের পাশাপাশি দিব্যি টিকে আছে। অন্য কোনো কমন পাখি যেমন- চড়ুই, শালিক, বক বা কাকের এই বৈশিষ্ট্য নেই। 

তৃতীয়ত, এরা মানুষের কোনো ক্ষতি করে না। এদের খাদ্য পোকামাকড় পেলেই এরা খুশি।

চতুর্থত, এদের মন্ত্রমুগ্ধ করার মতো গানের কণ্ঠ। খুব সকালে দোয়েলের একনিষ্ঠ সংগীত যিনি খেয়াল করে শুনেছেন, তিনিই জানেন সে গান কত মিষ্টি। 

আমাদের আশপাশেই এদের সচরাচর দেখতে পাওয়া যায়। পাখি ও সমস্ত জীববৈচিত্র্য রক্ষা করতে আমরা সবাই সচেষ্ট হই, কেননা এদের ওপরই মানব জাতির অস্তিত্ব নির্ভরশীল।

লেখক : কাজী সানজীদ, পাখি পর্যবেক্ষক

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh