জামালপুরে কৃষকলীগ নেতাকে দল থেকে বহিষ্কার

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ নভেম্বর ২০২১, ০২:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

জামালপুরে ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে অবস্থান নেয়ায় কৃষক লীগের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে ইতোমধ্যেই আরো ২৬ জনকে দল থেকে বহিষ্কার করেছে আওয়ামী লীগ।

শনিবার (৬ নভেম্বর) রাতে বাংলাদেশ কৃষক লীগ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হুরমুজ আলী স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

বহিষ্কৃত নেতা হলেন জামালপুর জেলা কৃষক লীগের সদস্য মো. ফারুক আহাম্মেদ।

জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হুরমুজ আলী হিরো বিষয়টি নিশ্চিত করে জানান, বহিষ্কৃতরা আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন। এতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হওয়ার গঠনতন্ত্র মোতাবেক তাদের বিরুদ্ধে এ সাংগঠনিক সিদ্ধান্ত নেয়া হয়।

ভবিষ্যতে কেউ এমন করলে তাদের বিরুদ্ধেও একই ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান তিনি।

উল্লেখ্য, ইউপি নির্বাচনে নৌকার বিপক্ষে ও বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেয়ায় ইতোপূর্বে জেলার বিভিন্ন শাখার আরো ২৬ নেতাকে দল থেকে বহিষ্কার করে আওয়ামী লীগ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh