ফেসবুক গ্রুপ থেকেও টাকা আয় করা যাবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২১, ১১:৫০ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফেসবুক গ্রুপে মনেটাইজেশন ফিচার চালু করতে যাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটির মালিকানা প্রতিষ্ঠান মেটা প্ল্যাটফর্ম।

এনগেজেটের বরাত দিয়ে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানায়, ফেসবুকের গ্রুপ অ্যাডমিনরা যেন অর্থ আয় করতে পারেন সেরকম একটি টুলের পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। এর সহায়তায় নিউ শপিং, ফান্ডরাইজিং এবং সাবস্ক্রিপশন ফিচারের মাধ্যমে অর্থ আয় করা যাবে।

নতুন ফিচার যুক্ত হলে গ্রুপ অ্যাডমিনরা যে তিনটি উপায়ে অর্থ আয়ের সুযোগ পাবেন তার মধ্যে অন্যতম ‘কমিউনিটি শপস’। এর মাধ্যমে গ্রুপে বিভিন্ন পণ্য বিক্রি করা যাবে।

অর্থ আয়ের বাকি দুইটি উপায় হলো- ফান্ডরাইজিং এবং পেইড সাবগ্রুপস। এর মধ্যে পেইড সাবগ্রুপসে থাকা সদস্যরা মাসে নির্দিষ্ট একটি অর্থের বিনিময়ে গ্রুপের কার্যক্রমে অংশ নেবেন। 

মনেটাইজেশন ফিচারের পাশাপাশি ফেসবুক গ্রুপের জন্য নতুন কয়েকটি আপডেটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে ‘নিউ কাস্টমাইজেশন ফিচার’। এর সহায়তায় অ্যাডমিনরা গ্রুপের ব্যাকগ্রাউন্ড রঙ, ফন্ট স্টাইল ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh