অতিরিক্ত ভাড়া নেয়ায় ৩৩৬ বাসকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ০৮:১৯ পিএম

রাজধানীতে বিআরটিএর একটি ভ্রাম্যমাণ আদালত

রাজধানীতে বিআরটিএর একটি ভ্রাম্যমাণ আদালত

সরকার নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি টাকা নেয়ার অভিযোগে ৩৩৬টি বাসকে জরিমানা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এই অভিযান পরিচালনা করেন। এ সময় তারা ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানাও আদায় করেন।

এ বিষয়ে বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম জানান, সংস্থাটির অধীনে ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় তারা অতিরিক্ত ভাড়া আদায় এবং অন্যান্য অভিযোগে ৩৩৬টি বাস ও মিনিবাসকে মোবাইল কোর্টের মুখোমুখি করেন। এর মধ্যে ২৮৭টি ডিজেল ও ৪৯টি সিএনজিচালিত বাস এবং মিনিবাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা করা হয় এবং ৩ লাখ ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

সরওয়ার আলম আরও জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন করেন এবং যাত্রীদের সঙ্গে কথা বলেন।

বাস ও মিনিবাস মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদল অভিযানকালে উপস্থিত ছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh