ব্যাংকের দেয়াল ভেঙে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৩:৪০ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

বেসরকারি আইএফআইসি ব্যাংকের বাড্ডা শাখায় ডাকাতি করার সময় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- মো. রুবেল, হৃদয় ও মামুন।

আজ রবিবার (১৪ নভেম্বর) দুপুরে বাড্ডা থানার পরিদর্শক (তদন্ত) নূরে আলম মাসুদ সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, আজ ভোররাতে বাড্ডার আইএফআইসি ব্যাংকের সাইনবোর্ডের দেয়াল ভেঙে ভেতরে একজন ঢোকেন। তিনি শাবল দিয়ে ব্যাংকের একটি ভল্ট ভেঙে ফেলেন। বিষয়টি ব্যাংকটির হেড অফিসের সিসি ক্যামেরায় ধরা পড়ে। তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়।

তিনি আরও বলেন, ৯৯৯ থেকে আমাদের জানালে, আমাদের টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাংকের ভেতর থেকে তাকে গ্রেফতার করে। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বাড্ডা থানায় মামলা হয়েছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা দীর্ঘদিন ধরে উপ-শাখাটি থেকে টাকা লুট করবে বলে পরিকল্পনা করছিল। সে অনুযায়ী দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। কিন্তু তারা কিছু লুট করতে পারেনি। তার আগেই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে যায়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh