করোনাভাইরাস

মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৫:৪৫ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২১, ০৫:৫২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে গত একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২২৩ জনের। গতকাল শনিবার ৬ জনের মৃত্যু এবং ১৫১ জন রোগী শনাক্তের খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে একদিনের ব্যবধানে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে।

রবিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের হিসাবে, এ নিয়ে দেশে করোনায় মোট ২৭ হাজার ৯২২ জনের মৃত্যু হলো। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৫ লাখ ৭২ হাজার ৫০১ জন।

গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৪৭১ জনের নমুনা সংগ্রহ করা হয়। ১৯ হাজার ৫১৭টি নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

এ পর্যন্ত মোট ১ কোটি ৫ লাখ ৯৫ হাজার ৭৯০টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৮৪ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।

মৃতদের মধ্যে ১ জন পুরুষ এবং ৩ জন নারী। এ সময়ে ঢাকা বিভাগে ৩ জন এবং চট্টগ্রামে ১ জনের মৃত্যু হয়েছে। তবে অন্য বিভাগগুলোতে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh