তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারীদের পদোন্নতি প্রসঙ্গে

শহিদুল ইসলাম

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৭:০৭ পিএম | আপডেট: ১৪ নভেম্বর ২০২১, ০৭:১৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

আমাদের দেশের সরকারি কর্মচারীদের সংখ্যা কর্মকর্তাদের চেয়ে বেশি। সরকারি অফিসের অধিকাংশ কাজ কর্মচারীরাই করে থাকেন। তৃতীয় শ্রেণির কর্মচারীদের অধিকাংশই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী। তাদের সহজে পদোন্নতি হয় না। একই পদে ২০/২৫ বছর ধরে কর্মরত থাকতে হয়।

অনেকে একই পদ থেকে অবসরে যান। ঐ সব কর্মচারীকে স্ত্রী-সন্তান, পরিজন নিয়ে অর্থকষ্টে মানবেতর জীবন-যাপন করতে হয়। অন্যদিকে বাংলাদেশ সচিবালয়ে পদোন্নতি খুব সহজেই হয়। পদোন্নতিযোগ্য পদ না থাকলেও অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদেরকে পদোন্নতি দেওয়া হয়। একই দেশে দুই রকম আইন!

এ অবস্থায়, তৃতীয় শ্রেণির যেসব কর্মচারী ২০/২৫ বছর ধরে একই পদে কর্মরত, তাদের পরবর্তী উচ্চতর পদে পদোন্নতি প্রদান, প্রয়োজনবোধে সচিবালয়ের মতো অতিরিক্ত পদ সৃষ্টি করে পদোন্নতি দেবার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। এতে তাদের মধ্যে কাজ করার আগ্রহ বাড়বে।

লেখক: শহিদুল ইসলাম, মিরপুর, ঢাকা।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh