দুই দিনের মধ্যে যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠাতে হবে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২১, ০৯:৪০ পিএম

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)

আগামী দুই দিনের মধ্যে নতুন জাতীয়করণকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। 

আগামী মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ২টার মধ্যে ([email protected]) ইমেইলের মাধ্যমে এই তথ্য পাঠাতে বলা হয়েছে।

রবিবার (১৪ নভেম্বর) মাউশি মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, নতুন জাতীয়কৃত (যে সকল প্রতিষ্ঠানে ইতোমধ্যে এডহক নিয়োগ সম্পন্ন হয়েছে) শিক্ষা প্রতিষ্ঠানসমূহের তথ্য নিম্নোক্ত ছক আকারে আগামী ১৬ নভেম্বর দুপুর ২টার মধ্যে ইমেইলের মাধ্যমে পাঠানোর নির্দেশক্রমে উপরোধ করা হলো। তথ্য সমূহ অবশ্যই এক্সল ফাইলে পাঠাতে হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh