করোনায় বিরল প্রজাতির ৩ তুষার চিতাবাঘের মৃত্যু

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২১, ১২:৪৩ পিএম

বিরল প্রজাতির তুষার চিতাবাঘ। প্রতীকী ছবি

বিরল প্রজাতির তুষার চিতাবাঘ। প্রতীকী ছবি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রের নেব্রাস্কা অঙ্গরাজ্যের একটি চিড়িয়াখানায় তিনটি বিরল প্রজাতির তুষার চিতাবাঘের মৃত্যু হয়েছে। একইসঙ্গে আক্রান্ত দুটি সুমাত্রা বাঘ সুস্থ হয়ে উঠেছে। 

গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) লিঙ্কন চিল্ড্রেন্স জু নামের চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, ওই তিনটি চিতাবাঘ র‌্যানি, এভারেস্ট ও ম্যাকেলি ছিল চিড়িয়াখানার সম্পদ। তাদের মৃত্যুতে প্রত্যেকে মর্মাহত।

সংবাদমাধ্যম সূত্রে খবর, বাঘগুলো অক্টোবর মাস থেকেই অসুস্থ ছিল। গত ১৩ অক্টোবর তাদের কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তারপর থেকেই ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল প্রাণীগুলো। বিশ্রাম ও সুষম আহারের সঙ্গে তাদের দেওয়া হচ্ছিল অ্যান্টিবায়োটিক ও স্টেরয়েড জাতীয় ওষুধও।

ঠিক কোথা থেকে প্রাণীগুলো কোভিডে আক্রান্ত হরো সে বিষয়ে এখনও তদন্ত চালাচ্ছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। 

তাদের দাবি, দর্শনার্থী ও প্রাণীগুলোর মধ্যে যথেষ্ট দূরত্ব ছিল। ফলে কোনভাবে দর্শকদের থেকে সংক্রমণ এসেছে কি না তা বলা এখনও তদন্ত সাপেক্ষ। তবে চিড়িয়াখানার অন্য প্রাণীরা সুস্থ আছে।

কর্তৃপক্ষ জানিয়েছেন, আপাতত চিড়িয়াখানা বন্ধ করার কোনও সিদ্ধান্ত তারা না নিলেও এবার কোভিড সংক্রান্ত বিধিনিষেধ আরও কঠোরভাবে আরোপ করা হবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh