শেরপুরে ফের বন্যহাতির মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০১:০৯ পিএম

শুক্রবার ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

শুক্রবার ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়। ছবি: সাম্প্রতিক দেশকাল

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পানিহাতা সীমান্তে শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি হাতির মরদেহ উদ্ধারের ঘটনা ঘটল। 

এর আগে, গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছিল। স্থানীয়রা বিদ্যুতের তারে জড়িয়ে হাতিটিকে হত্যা করেছিল। ওই ঘটনায় গত ১১ নভেম্বর ৪ জনকে আসামি করে একটি মামলাও করে বন বিভাগ।

বন বিভাগ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার উদ্ধার হওয়া বন্যহাতিটি পুরুষ। বয়স আনুমানিক ২ বছর এবং কেবল দাঁত উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে আসছিল।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীন এবং বন বিভাগের মধুটিলা রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বন্যহাতির মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তবে হাতিটি কীভাবে মারা গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh