টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২১, ০১:৩৯ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২১, ০১:৪৯ পিএম

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টস জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল।

শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুরে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

এবার উজ্জীবিত পাকিস্তানের মুখোমুখি তারুণ্যনির্ভর বাংলাদেশ দল। বিশ্বকাপ স্কোয়াডে ছয় পরিবর্তন এনে ঘোষণা করা হয়েছে দল। অধিনায়ক মাহমুদউল্লাহ ছাড়া তেমন অভিজ্ঞ খেলোয়াড় আর কেউই নেই স্কোয়াডে।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, মোহাম্মদ নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh