ওমরাহ পালনে বয়সসীমা নির্ধারণ সৌদির

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০১:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের জন্য বয়সসীমা নির্ধারণ করে দিয়েছে সৌদি আরব। দেশটি এখন ১৮ বছরের নিচে ও ৫০ বছরের উপরে কাউকে ওমরাহ করার অনুমতি দেবে না। 

ওমরাহ করতে ইচ্ছুক বিদেশিদের সংখ্যা সীমিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কেবল তাই নয়, দেশটিতে ভ্রমণের আগে বিদেশি মুসলমানদের অবশ্যই সৌদি আরব অনুমোদিত কোভিড-১৯ টিকার সব ডোজ নেওয়া থাকতে হবে এবং ইলেকট্রনিক এন্ট্রি ভিসা পেতে সেই টিকা নেওয়ার সনদ সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমাও দিতে হবে বলে জানিয়েছে দেশটির ওমরাহ ও হজ বিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি সম্প্রতি এতমারনা ও তাওয়াক্কালনা নামের দুটি স্বাস্থ্য বিষয়ক অ্যাপের মাধ্যমে ওমরাহ করতে আসা বিদেশিদের মক্কার গ্র্যান্ড মসজিদে নানান আনুষ্ঠানিকতা পালন ও মদিনার মসজিদে নববীতে নামাজ পড়ার সুবিধা চালু করেছে।

দেশটির নাগরিক ও মুসল্লিদেরও একইভাবে অনুমতি নিতে হচ্ছে; তাদেরকে শিশুদের নিয়ে গ্র্যান্ড মসজিদে যেতে মানাও করা হয়েছে।

সংক্রমণ কমে স্থিতিশীল পর্যায়ে আসার পর গত মাসে সৌদি আরব তাদের কোভিড-১৯ সংক্রান্ত অনেক বিধিনিষেধই শিথিল করেছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh