জামালপুরে বিএনপির গণঅনশন কর্মসূচিতে পুলিশের বাধা

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০২:৪৪ পিএম

গণঅনশন কর্মসূচি

গণঅনশন কর্মসূচি

জামালপুরে পুলিশের বাধায় পূর্বনির্ধারিত স্থান রেলওয়ে জংশন স্টেশনে গণঅনশন কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি। দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিলে সেখানেও নেতাকর্মীরা বাধার সম্মুখীন হন। পরে কার্যালয়ের ভেতরেই অনশন কর্মসূচি চলছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন জানান, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনের পার্কিং-এ জেলা বিএনপি গণঅনশনের কর্মসূচির স্থান নির্ধারণ করে।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টায় দলীয় নেতাকর্মীরা নির্ধারিত স্থানে জড়ো হন। সেখানে পুলিশ বাধা প্রদান করে। পরে শহরের শফি মিয়ার বাজারস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে অবস্থান নিলে সরকারদলীয় নেতাকর্মী ও পুলিশ সেখানেও যৌথবাধা দেয় বলে ওয়ারেছ আলী মামুন অভিযোগ করেন।

এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত দলীয় কার্যালয়ের ভেতরে নেতাকর্মীরা অবস্থান নিয়ে অনশন কর্মসূচি পালন করছে বলে জানা গেছে।

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত আছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন, বিএনপি নেতা শহিদুল হক খান দুলাল, অ্যাডভোকেট ফজলুল হক, আহসানুজ্জামান রুমেল, শফিকুল ইসলাম খান সজিব, মো. রফিকুল ইসলাম, শেখ আব্দুস সোবাহান, শেলীনা বেগমসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh