সিরিজ হেরে যা বললেন মাহামুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ০৮:২৫ পিএম

তিন বছর পর ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ হারল বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড মিরপুরের উইকেটের ধাঁধা মেলাতে ব্যর্থ হলেও পাকিস্তান বেশ অনায়াসে হারিয়েছে বাংলাদেশকে। এ হারের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশের অধিনায়ক মাহামুদউল্লাহ বলেন, অনুশীলনে অনেক পরিশ্রম করছেন দলের সবাই।

ম্যাচ শেষে হারের কারণ ঘাটতে গিয়ে তাই খুব বেশি ভাবতে হয়নি মাহমুদউল্লাহকে, ‘আমরা ভালো শুরু করেছিলাম। আফিফ ও শান্ত (নাজমুল হোসেন) ভালো ব্যাট করেছে। আমি আর শান্ত চেষ্টা করেছিলাম একটা জুটি গড়তে। কিন্তু শেষ কয়েক ওভার কাজে লাগাতে পারিনি।’

১৫ বল খেলে থিতু হয়েও ১২ রান করে আউট হয়েছেন মাহমুদউল্লাহ। ৭৯ রানে অধিনায়কের বিদায়ের পর নাজমুলও (৪০) ফিরেছেন দলকে ৮২ রানে রেখে। এটাই বাংলাদেশের ইনিংসকে থমকে দিয়েছে, ‘আমাদের মতো দলের অন্তত ১৫ ওভার পর্যন্ত একজন সেট ব্যাটসম্যানের থাকা দরকার। আমরা সেটা করতে পারিনি।’

দলের টানা হারের কারণ খুঁজছেন অধিনায়কও। কারণ, হারের বৃত্ত থেকে বের হতে সর্বোচ্চ চেষ্টাই নাকি করছে দল, ‘ছেলেরা অনুশীলনে অনেক পরিশ্রম করছে। ক্যাচ ধরছে, সবকিছু ঠিকঠাক করছে। কিন্তু (ম্যাচে) সুযোগ হাতছাড়া করছে।’

সিরিজের হারের মধ্যেও ইতিবাচক কিছু খুঁজে পাচ্ছেন অধিনায়ক, ‘গত পাঁচ-ছয় মাসে আমাদের বোলিং আক্রমণ অসাধারণ খেলছে। পেস ও স্পিন দুই বিভাগই ভালো করছে। এখন ব্যাটিং বিভাগকে নিজেদের কাজটা করতে হবে।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh