মুস্তাফিজের পায়ে পড়া সেই দর্শক থানায়

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২১, ১০:৫১ পিএম

জৈব সুরক্ষা বলয় ভেঙে মাঠে ঢুকে পড়া দর্শকের নাম রাসেল। নিরাপত্তা বেষ্টনী টপকে মাঠে থাকা পেসার মুস্তাফিজের কাছে ছুটে যান তিনি। সেই ঘটনায় রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য মিরপুর মডেল থানায় নেওয়া হয়েছে।

শনিবার (২০ নভেম্বর) মিরপুর জোনের টহল পরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক বকশি বলেন, ‘আইনগতভাবে যেটি ঘটার সেটিই ঘটবে। আমরা প্রথম যে কাজটি করেছি, ঘটনা ঘটার পরেই আমরা তাকে হেফাজতে নিয়ে নিয়েছি। আমাদের ডিসি স্যার ছিলেন, উনি সঙ্গে করেই থানায় নিয়ে গেছেন।’

নিরাপত্তা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের সিকিউরিটি লেবেল তো আসলে ভালোই ছিল। জৈব সুরক্ষা বলয়ের কারণে যেখানে যেখানে প্রবেশ করা সম্ভব, আমরা সব জায়গায় নিরাপত্তা নিশ্চিত করেছি। সে মূলত টিকিট কেটেই ঢুকেছিল। ওর পরিকল্পনাই ছিল মাঠে ঢুকার। সে মুস্তাফিজুর রহমানের পাগল ফ্যান। তো পরিকল্পনা করেই ঢুকেছিল। টিকিট কেটে তার জায়গাতেই ঢুকেছিল, হঠাৎ করে এই ঘটনাটি ঘটিয়েছে।’

জানা গেছে কুমিল্লা শহরে বাড়ি রাসেলের। বাবার নাম জাকির হোসেন। ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যলয়ের ছাত্র তিনি।

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের তখন দ্বিতীয় ইনিংস চলছে। ১৩তম ওভারে ব্যাট করছে পাকিস্তান। এমন সময় নর্দান গ্যালারির লোহার প্রাচীর টপকে হঠাৎই মাঠে ঢুকে পড়েন এক দর্শক। এসে সোজা পড়েন মুস্তাফিজের পায়ের কাছে। এরপর চুমু খেতে থাকেন তিনি। পরে ওই দর্শককে সরান নিরাপত্তাকর্মীরা। মুস্তাফিজকেও মাঠ থেকে তুলে নেওয়া হয়। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh