হবিগঞ্জে দুই হাজার কেজি চা পাতাসহ গ্রেফতার ৬

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৮:৫৮ এএম

চা পাতাসহ গ্রেফতার ব্যক্তিরা। ছবি : হবিগঞ্জ প্রতিনিধি

চা পাতাসহ গ্রেফতার ব্যক্তিরা। ছবি : হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ৪০ বস্তা চোরাই চা পাতাভর্তি পিকআপ গাড়িসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। 

গতকাল সোমবার (২২ নভেম্বর) বিকেলে গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়।

তারা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার গনকিরপাড় গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে মো. আবুল হোসেন (৪২), আলী হোসেন (২৬), মো. আমির হোসেন এলু মিয়ার ছেলে মো. আক্তার মিয়া (১৯), মো. নজরুল ইসলামের ছেলে মো. রনি (২১), দক্ষিণ ছয়শ্রী গ্রামের আব্দুর রশিদের ছেলে উজ্জ্বল মিয়া (২৮), পশ্চিম ডোলনা গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে মো. হাছন মিয়াকে (২৮)।

এর আগে সকালে শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবের নেতৃত্বে এসআই সনজিত চন্দ্রনাথ, এএসআই তাফাজ্জল হোসেনসহ একদল পুলিশ অভিযান পরিচালনা করেন। 

এ অভিযানে উপজেলার ওলিপুর শিল্প এলাকা থেকে পিকআপভর্তি ৪০ বস্তা চোরাই চা পাতাসহ ওই ছয়জন গ্রেফতার হন। জব্দকৃত চা পাতার ওজন প্রায় দুই হাজার কেজি। বাজার মূল্য প্রায় আট লাখ টাকা।  

সন্ধ্যায় এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে ওসি অজয় চন্দ্র দেব বলেন, শ্রীমঙ্গল থেকে এসব চোরাই চা পাতা ওলিপুরে নিয়ে আসা হচ্ছিল। পরে এখান থেকে জেলার বিভিন্ন স্থানে চা পাতাগুলো বিক্রি করার উদ্দেশ্য ছিল। আসামিরা চা পাতা ক্রয়ের বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। 

তিনি জানান, এ ঘটনার আরও কারা জড়িত, পুলিশ তা খতিয়ে দেখছে। কাউকে ছাড় দেওয়া হবে না। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh