মুগদায় সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ মা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:৪৯ এএম

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

রাজধানীর দক্ষিণ মুগদার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ মা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলেন- প্রিয়াঙ্কা (৩০) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ।

গতকাল সোমবার (২২ নভেম্বর) রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এ ঘটনায় দগ্ধ প্রিয়াঙ্কার স্বামী সুধাংশু (৩৬) ও মা শেফালী (৫৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকালে ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে অরূপ মারা যায়। আর প্রিয়াঙ্কা মারা গেছেন মধ্যরাতে। দুজনেরই মরদেহ ময়নাতদন্তের জন্য বার্ন ইউনিটের মর্গে রাখা হয়েছে। 

গতকাল সকালে মুগদার মাদবর গলি এলাকায় একটি বাসার পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর আগুন লাগে। এতে একই পরিবারের চারজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। 

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, আগুনে অরূপের শরীরের ৬৭ শতাংশ, প্রিয়াঙ্কার ৭২ শতাংশ, সুধাংশের ২৫ ও শেফালীর ৩৫ শতাংশ দগ্ধ হয়। হাসপাতালে ভর্তি দুজনের অবস্থাও আশঙ্কাজনক। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh