ফ্রান্সের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১০:৫৯ এএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২১, ১১:০১ এএম

প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স

প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী জ্যঁ ক্যাসটেক্স। করোনা শনাক্ত হওয়ার পর থেকে আইসোলেশনে রয়েছেন তিনি। করোনা প্রতিরোধে সম্পূর্ণ ডোজ টিকা আগেই নিয়েছেন তিনি। কিন্তু এরপরও করোনায় আক্রান্ত হলেন তিনি।

স্থানীয় সময় গতকাল সোমবার (২২ নভেম্বর) দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

৫৬ বছর বয়সী ক্যাসটেক্স এর আগে কখনও করোনায় আক্রান্ত হননি। তিনি এখন ১০ দিনের আইসোলেশনে থেকে কাজ করছেন বলে জানা গেছে।

সম্প্রতি বেলজিয়াম সফরে যান ফ্রান্সের প্রধানমন্ত্রী। সেখানে তিনি বেলিজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সাজান্ডার দ্য ক্রোর সঙ্গে বৈঠক করেন। পরে ফ্রান্সে ফিরে ক্যাসটেক্স নিজের মেয়ের করোনায় আক্রান্ত হওয়ার খবর পান। এরপর ফরাসি প্রধানমন্ত্রী করোনা পরীক্ষা করেন ও পরীক্ষায় পজিটিভ আসে।

এক বিবৃতিতে ফরাসি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, জ্যঁ ক্যাসটেক্স আগামী ১০দিন আইসোলেশনে থাকবেন এবং ওই অবস্থা থেকেই তিনি তার দায়িত্বপালন অব্যাহত রাখবেন।

এর আগে ফ্রান্সের প্রেসিডেন্টেইমানুয়েল ম্যাক্রোঁও সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন গত বছর।

সম্প্রতি ইউরোপজুড়ে করোনার সংক্রমণ ব্যাপকভাবে বাড়তে শুরু করেছে। আর তাই সংক্রমণ কমিয়ে আনতে এবং মানুষকে হাসপাতালে ভর্তি হওয়া ঠেকাতে ইউরোপের বহু দেশ লকডাউনসহ করোনা বিধিনিষেধ আরোপ করতে শুরু করেছে। সোমবার থেকেই দেশজুড়ে লকডাউন আরোপ করেছে অস্ট্রিয়া।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh