মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১১:৪৩ এএম

গ্রেফতার অবৈধ অভিবাসী। ছবি : সংগৃহীত

গ্রেফতার অবৈধ অভিবাসী। ছবি : সংগৃহীত

বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। গতকাল সোমবার (২২ নভেম্বর) রাতে বালাকংয়ে যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় দেশটির অভিবাসন বিভাগ অভিযান চালায়।

এদের মধ্যে ১১০ পুরুষ ও ১৯ নারী রয়েছেন। গ্রেফতারদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মিয়ানমার ও নেপালের শ্রমিক রয়েছেন। 

দেশটির ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ জানান, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১২৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি জানান, অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে আইনানুগ ব্যবস্থা এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh