বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১১:৫৩ এএম

গাঁজা গাছসহ মনিরকে গ্রেফতার করে পুলিশ। ছবি : নোয়াখালী প্রতিনিধি

গাঁজা গাছসহ মনিরকে গ্রেফতার করে পুলিশ। ছবি : নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করায় মো.মনির হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করে বিচারিক আদালতে সোপর্দ করেছে পুলিশ। 

আজ মঙ্গলবার (২৩ নম্বর) সকালে গ্রেফতার আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে। মনির উপজেলার চরপার্বতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে।

এর আগে গতকাল সোমবার (২২ নভেম্বর) বিকেলে ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরপূর্বানী গ্রামের তার বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।   

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে চরপার্বতী ইউনিয়নের চরপূর্বানী গ্রামে অভিযান চালিয়ে পুলিশ বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ করায় দুটি গাঁজা গাছসহ মনিরকে গ্রেফতার করে।  

তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিচারিক আদালতে সোর্পদ করা হয়েছে। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh