নোয়াখালীতে ইঁদুর মারার ফাঁদে পড়ে যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৩:২৩ পিএম | আপডেট: ২৩ নভেম্বর ২০২১, ০৩:৩৭ পিএম

নিহত হেলাল উদ্দিন

নিহত হেলাল উদ্দিন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় অবৈধভাবে দেয়া বিদ্যুতের ফাঁদে পড়ে হেলাল উদ্দিন (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

মৃত্যু হেলাল উদ্দিন সাতক্ষিরা সদর উপজেলার মধ্যকাটিয়ার নূর মোহাম্মদের ছেলে। সে দীর্ঘদিন থেকে সোনাইমুড়ীতে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করে আসছে।  

সোমবার রাতে উপজেলার পোরকরা নতুনপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোকরা গ্রামের মানিক মিয়ার নতুন বাড়ির পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে সরাসরি অবৈধভাবে তার দিয়ে লাইন নিয়ে মানিক মিয়া (৩৫) ও লালমিয়া (৫৫) তাদের ধানের চারা ক্ষেতে ইঁদুর মারার ফাঁদ তৈরি করে। হেলাল উদ্দিন সোমবার রাতে মাছ ধরার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়ে গেলে রাতে আর ঘরে ফিরে আসেনি। পরদিন সকালে গ্রামবাসী তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইব্রাহীম খলিল  জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ফাঁদ তৈরি করা হয়েছে, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোনাইমুড়ী পল্লী বিদ্যুতের ডিজিএম আলতাফ বহর চৌধুরী বলেন, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে এভাবে দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।  

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh