৭১ টিভির শাকিলের ধর্ষণ মামলার প্রতিবেদন পেছাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ০৬:৫৮ পিএম

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ। ফাইল ছবি

একাত্তর টেলিভিশনের হেড অব নিউজ শাকিল আহমেদ। ফাইল ছবি

ধর্ষণ এবং ভ্রুণ হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তরের হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১২ ডিসেম্বর ধার্য করা হয়েছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা প্রতিবেদন দাখিলের এ দিন ঠিক করেন।

এ দিন মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু এ দিন গুলশান থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। তাই আদালত প্রতিবেদন দাখিলের জন্য নতুন তারিখ ধার্য করেছেন।

আদালতে গুলশান থানার (নারী-শিশু) সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৪ নভেম্বর রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেলের এক নারী উপস্থাপিকা বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন। মামলায় গত ৮ নভেম্বর শাকিল আহমেদের চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট।

মামলা সূত্রে জানা যায়, ওই নারী চিকিৎসকের সঙ্গে শাকিল আহমেদের সম্পর্ক হয়। পরে ওই নারীকে বিয়ে করার আশ্বাস দেন তিনি। সম্পর্কের একপর্যায়ে ওই নারী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। পরে শাকিল কৌশলে ওই নারীর গর্ভপাত ঘটান এবং তাকে আর বিয়ে করতে রাজি হননি।

এদিকে শাকিল আহমেদের বিরুদ্ধে মামলা করা ওই নারী উপস্থাপিকার বিরুদ্ধে ২১ নভেম্বর তার স্বামী ৫০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগ এনে মামলা করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh