উইন্ডোজ ১১-তে মাইক্রোসফটের নতুন ইমোজি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১২:৪৭ পিএম

ছবি : মাইক্রোসফট

ছবি : মাইক্রোসফট

উইন্ডোজ ১১-তে নতুন ইমোজি এনেছে সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠান মাইক্রোসফট। তবে বছরের শুরুতে ৩ডি ইমোজির কথা বললেও উইন্ডোজ ১১ যোগ হচ্ছে ২ডি ইমোজি।

অপারেটিং সিস্টেমটিতে বেশ কিছু বাগের সমাধান করতে এবং নতুন  ‘ফ্লুয়েন্ট’  ইমোজি যোগ করতে নতুন একটি আপডেট উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি। 

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ এক প্রতিবেদনে  জানিয়েছে, উইন্ডোজ ১১-তে সদ্য যোগ হওয়া ইমোজিগুলোর মধ্যে আলোচিত ‘ক্লিপি’ ইমোজিও আছে। নতুন করে ডিজাইন করে ইমোজিটিতে আরও উজ্জল রঙ ব্যবহার করা হলেও উপস্থাপনা ৩ডি না হওয়ায় ইমোজিটি প্রত্যাশা অনুযায়ী নজরে পড়ার মতো হয়নি।

মাইক্রোসফট জানিয়েছে, নতুন ইমোজিগুলো শুধু উইন্ডোজ ১১-তে পাওয়া যাবে ও এগুলো ২ডি।

নতুন ইমোজিগুলো ব্যবহার করতে হলে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ১১-তে আপগ্রেড করতে হবে। নতুন ইমোজিগুলো উইন্ডোজ ১০-এ যোগ করার কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে মাইক্রোসফট।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh