প্রাথমিকে মূল্যায়ন নিয়ে শিক্ষকদের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০১:০২ পিএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২১, ০১:১৩ পিএম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মূল্যায়নে নতুন নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)।

মঙ্গলবার (২৩) ডিপিই মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষার্থীদের মূল্যায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।

ডিপিই মহাপরিচালক আরও জানান, চলতি বছর ঘোষণা দিয়ে কিংবা প্রশ্নপত্র ছাপিয়ে শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া যাবে না। তবে শিক্ষকরা নিজ নিজ শিক্ষার্থীদের মূল্যায়ন করে পরবর্তী শ্রেণিতে তুলবেন। এক্ষেত্রে আগের রোল নম্বর নিয়েই শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণিতে উঠবে।

ডিপিই মহাপরিচালক বলেন, চলতি বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে সম্মতি দিয়েছেন। বর্তমানে নিজ নিজ প্রতিষ্ঠানে মূল্যায়ন করা যেতে পারে। এ বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্মতি দিয়েছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মূল্যায়নে যত ধরনের পদ্ধতি আছে সেগুলো অনুসরণ করে শিক্ষকরা মূল্যায়ন করতে পারবেন। কেউ যদি শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার প্রয়োজন মনে করে তাহলে তারা সেটি নিতে পারবেন।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh