সেক্সটেপ স্ক্যান্ডাল, করিম বেনজেমার কারাদণ্ড

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ০৪:৩৪ পিএম

করিম বেনজেমা

করিম বেনজেমা

আলোচিত ‘সেক্স টেপ’ কাণ্ডে দোষী প্রমাণিত হয়েছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। সাবেক সতীর্থ মাথিউ ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করার সঙ্গে জড়িত থাকায় তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছে ফ্রান্সের একটি আদালত। একই সঙ্গে তাকে ৭৫ হাজার ডলার জরিমানাও করা হয়েছে।

২০১৫ সালের শুরুতে ফ্রান্স জাতীয় দলের মিডফিল্ডার ভালবুয়েনা ও তার বান্ধবীর একটি সেক্সটেপ পান বেনজেমা। পরে ভালবুয়েনাকে ব্ল্যাকমেইল করেন তিনি।

টাকা দেয়া না হলে ওই ভিডিও অনলাইনে ছেড়ে দেয়ার হুমকি দেন ভালবুয়েনাকে। যে কারণে বেনজেমার বিরুদ্ধে ব্ল্যাকমেইলিংয়ের মামলা করেন ভালবুয়েনা।

রিয়াল মাদ্রিদের হয়ে ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত থাকায় রায়ের সময় আদালতে হাজির ছিলেন না বেনজেমা।

তবে ৩৩ বছর বয়সী বেনজেমার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ওই ঘটনার প্রায় ছয় বছর পর আবারও ২০২১ সালে ফ্রান্সের জাতীয় দলে ডাক পান বেনজেমা। গত ইউরো ২০২০ এ ২৬ জনের জাতীয় দলে এ স্ট্রাইকারকে ডাকেন ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেঁশম। 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh