একদিনে ১০ লাখ টিকা দেওয়া শেষ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১১:১৬ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

দেশে একদিনে আরও ৯ লাখ ৯৮ হাজার ৩৮০ জন মানুষ করোনার টিকা নিয়েছেন। তাদের মধ্যে প্রথম ডোজ নিয়েছেন ৭ লাখ ২২ হাজার ৩৫৬ জন এবং দ্বিতীয় ডোজ নেন ২ লাখ ৭৬ হাজার ১৪ জন।

২৪ ঘণ্টায় টিকার প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ৩ লাখ ৩৬ হাজার ২১১ জন ও নারী ৩ লাখ ৮৬ হাজার ১৪৫ জন। দ্বিতীয় ডোজ নেওয়াদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৩ হাজার ৬৪০ জন ও নারী ১ লাখ ৪২ হাজার ৩৭৪ জন।

বুধবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

অধিদপ্তরের হিসাবে, দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৯ কোটি ২৮ লাখ ১৫ হাজার ১৫৭ জন। তাদের মধ্যে প্রথম ডোজের টিকাগ্রহণকারীর সংখ্যা ৫ কোটি ৭১ লাখ ২৪ হাজার ৮৯৯ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩ কোটি ৫৬ লাখ ৯০ হাজার ২৫৮ জন।

টিকা নিতে এ পর্যন্ত নিবন্ধন করেছেন ৬ কোটি ৯৫ লাখ ৩৩ হাজার ১৬২ জন। তাদের মধ্যে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) মাধ্যমে নিবন্ধন করেছেন ৬ কোটি ৮৫ লাখ ৪ হাজার ২০০ জন। এছাড়া পাসপোর্টের মাধ্যমে নিবন্ধন করেছেন ১ কোটি ২৮ হাজার ৪৬২ জন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh