১৬ ডিসেম্বর ঢাকায় হচ্ছে না ভারত-পাকিস্তান ম্যাচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১, ১১:৪৫ পিএম

বিজয় দিবসের দিন ১৬ ডিসেম্বর এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল ঢাকায়। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ম্যাচটি পেছানোর আবেদন করেছিল বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। তাদের ডাকে সাড়া দিয়েছে এশিয়ান হকি কনফেডারেশন।

ফলে পিছিয়ে যাচ্ছে ম্যাচটি। তবে কবে মাঠে গড়াবে ম্যাচটি তা এখনও চূড়ান্ত হয়নি।

বুধবার (২৪ নভেম্বর) রাতে বিষয়টি জানিয়েছেন বাহফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসুফ হক।

তিনি বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে অনেক দেশের রাষ্ট্রপ্রধান ১৬ ডিসেম্বর ঢাকায় থাকবেন। যে কারণে ভারত ও পাকিস্তানের মতো দুই দলের গুরুত্বপূর্ণ ম্যাচে প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া কঠিন।

‘এ জন্যই আমরা ওই দিনের তিনটি ম্যাচ পিছিয়ে দেয়ার অনুরোধ করেছিলাম। এশিয়ান হকি ফেডারেশন আমাদের আবেদনে সাড়া দিয়েছে।’

ঢাকায় ১৪ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফির ষষ্ঠ আসর। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত।

এ আন্তর্জাতিক আসরে অংশ নেবে বাংলাদেশ, জাপান, ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে।

২১ ডিসেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। পঞ্চম স্থান নির্ধারণী ম্যাচও হবে একই দিনে। ২২ ডিসেম্বর হবে ফাইনাল।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh