ইয়েমেন যুদ্ধে আরও ৩ লাখ ৭৭ হাজার লোকের মৃত্যু হতে পারে

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৮:৫৯ এএম

ইয়েমেনে গত সাত বছর ধরে যুদ্ধ চলছে। ফাইল ছবি

ইয়েমেনে গত সাত বছর ধরে যুদ্ধ চলছে। ফাইল ছবি

ইয়েমেনে চলতি বছরের শেষ নাগাদ গত সাত বছরের যুদ্ধে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তিন লাখ ৭৭ হাজার লোকের মৃত্যু হতে পারে বলে আশংকা করা হচ্ছে। 

গত মঙ্গলবার (২৩ নভেম্বর) প্রকাশিত জাতিসংঘের একটি সংস্থার হিসেবে এ কথা বলা  হয়েছে। 

এতে আরো বলা হয়, নিরাপদ পানির ঘাটতি, ক্ষুধা ও রোগের মতো অপ্রত্যক্ষ কারণে এর প্রায় ৬০ শতাংশ লোকের মৃত্যু হতে পারে। সরাসরি যুদ্ধে মারা যেতে পারে দেড় লাখেরও বেশি লোক। 

জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির খবরে বলা হয়েছে, অপ্রত্যক্ষ কারণে যারা মার যাবে তাদের অধিকাংশই শিশু। পুষ্টিহীনতা এর অন্যতম কারণ। 

ইরান সমর্থিত হুতি যোদ্ধারা রাজধানী সানা দখলে নেয়ার পর ২০১৫ সালের প্রথম দিকে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট দেশটির সংঘাতে জড়িয়ে পড়ে। দেশটির উন্নয়নে এর মারাত্মক প্রভাব পড়েছে বলে জাতিসংঘের এ রিপোর্টে বলা হয়। 

এছাড়া ইয়েমেন যুদ্ধকে বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানিবক দুর্যোগ হিসেবে বিবেচনা করা হয়। 

অব্যাহত যুদ্ধের ভবিষ্যত প্রভাব বর্ণনা করতে গিয়ে সংস্থাটি বলছে, ২০৩০ সাল নাগাদ এ যুদ্ধে ১৩ লাখ লোক মারা যাবে। তবে যদি যুদ্ধ বন্ধ করা যায় তাহলে ২০৫০ সাল নাগাদ দেশটিকে মধ্যম আয়ের দেশে পরিণত করা সম্ভব হবে। কিন্তু পরিস্থিতি ক্রমাগত খারাপের দিকেই যাচ্ছে। -এএফপি 

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh