শিক্ষার্থীদের হাফ ভাড়া নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৯:৩৭ এএম

গণপরিবহনে অর্ধেক ভাড়া চালুর দাবিতে গত মঙ্গলবার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি :স্টার মেইল

গণপরিবহনে অর্ধেক ভাড়া চালুর দাবিতে গত মঙ্গলবার সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সড়ক অবরোধ করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ছবি :স্টার মেইল

গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়ার দাবির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) আন্তঃমন্ত্রণালয় বৈঠক ডাকা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সদর দফতরে বিকেল ৩টায় এই সভা হওয়ার কথা রয়েছে।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার সভার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

গণপরিবহণে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীতে গত কয়েকদিন থেকেই আন্দোলন করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ থেকে শুরু করে সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh