বিচারের দাবিতে আজও রাস্তায় নটরডেমের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১২:৩৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ০১:১১ পিএম

দ্রুত বিচারের দাবিতে আজও রাস্তায় নটরডেমের শিক্ষার্থীরা। ছবি : ডেইলি স্টার

দ্রুত বিচারের দাবিতে আজও রাস্তায় নটরডেমের শিক্ষার্থীরা। ছবি : ডেইলি স্টার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার আবারও রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নটরডেম কলেজের সামনে থেকে মিছিল বের করেন। মিছিলটি শাপলা চত্ত্বরে গিয়ে কিছুক্ষণ অবস্থান করে। পরে শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থল গুলিস্তানের দিকে রওয়ানা দেন।

এসময় তাদেরকে ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

বিক্ষোভকারীরা বলেন, আমাদের সহপাঠীর নিহতের বিচারের দাবিতে আমরা গুলিস্তানে সড়কে অবস্থান নেব। যতক্ষণ না বিচার হবে ততক্ষণ আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।

গতকাল বুধবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলিস্তানে ডিএসসিসির গাড়ির ধাক্কায় নিহত হন নাঈম হাসান। ওই ঘটনায় ডিএসসিসির ওই গাড়ির চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

গাড়িচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার বাদী নিহতের বাবা শাহ আলম।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh