নাটোরে একসাথে চার সন্তান জন্ম দিলেন গৃহবধূ

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৪:৩৫ পিএম | আপডেট: ২৫ নভেম্বর ২০২১, ০৪:৩৯ পিএম

চার কন্যা সন্তানের জন্ম

চার কন্যা সন্তানের জন্ম

নাটোরে বড়াইগ্রামে একসাথে চার কন্যা সন্তানের জন্ম দিয়েছেন লাভলী খাতুন (২৮) নামে এক গৃহবধূ। 

বুধবার (২৪ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে বনপাড়া বেসরকারি আমিনা হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লাভলী খাতুন ওই চারটি শিশুর জন্ম দেন। 

লাভলী খাতুন উপজেলার শ্রীরামপুর সরকারপাড়ার দরিদ্র দিন মজুর লিটন উদ্দিনের স্ত্রী। 

বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মমিন আলী জানান, বুধবার রাতে প্রসববেদনা উঠলে লাভলীকে বনপাড়ায় বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত পৌনে এগারোটার দিকে অপারেশনের মাধ্যমে একসাথে চারকন্যা সন্তানের জন্ম হয়। চার সন্তানের মধ্যে তিনটি সন্তান সুস্থ রয়েছে এবং একটি সন্তান মৃত অবস্থায় জন্মগ্রহণ করেছে বলে জানা গেছে। 

বনপাড়া আমিনা হাসপাতালের সত্ত্বাধিকারী ডা. আনছারুল হক জানান, বর্তমানে প্রসূতি মা ও তিন সন্তান সুস্থ আছেন। মৃত অবস্থায় জন্মগ্রহণ করা শিশুটির মাথা ও দুই হাত ছিলো না। সুস্থ সন্তান তিনটির প্রত্যেকের ওজন দুই কেজির কাছাকাছি হলেও মৃত সন্তানটির ওজন ৫০০ গ্রামেরও কিছু কম ছিলো বলে তিনি জানান। 

দিনমজুর লিটন উদ্দিন জানান, তাদের সংসারে আগের লিমন হোসেন (১৫) নামে এক ছেলে ও লিজা খাতুন (৭) নামে একটি মেয়ে আছে। একটি সন্তান মৃত হলেও অপর তিনটি সন্তান ও স্ত্রী সুস্থ।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh