টেস্টের আগে নিজের কান বন্ধ রাখছেন মুমিনুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৫:৩১ পিএম

হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলোচনায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক

হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে আলোচনায় টেস্ট অধিনায়ক মুমিনুল হক

টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা পাঁচ হারের পর থেকে সমালোচনা শুনে আসছেন জাতীয় দলের ক্রিকেটাররা। সমালোচনা শুনতে শুনতে মুশফিক-রিয়াদরা যে বিরক্ত সেটি বোঝা গেছে পাকিস্তান সিরিজে দলের সংবাদ সম্মেলনে।

জবাব মাঠে দিতে না পারলেও মুখে বেশ ভালো দিয়েছেন ক্রিকেটাররা। তাতে আরও বেড়েছে সমালোচনার তীব্রতা।

পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে ভরাডুবির পর টেস্ট সিরিজের আগে টেস্ট অধিনায়ক মুমিনুল হক পাল্টেছেন কৌশল।

সমালোচনা আমলে না নিয়ে খেলার মাঠে নিজেদের সেরাটা দিতে চান মুমিনুল। তিনি মনে করেন সমালোচকদের মুখ যেহেতু বন্ধ করা ক্রিকেটারদের পক্ষে সম্ভব নয় তাই নিজের কান বন্ধ রাখাই সর্বোত্তম পন্থা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এমনটাই বলেন টেস্ট অধিনায়ক।

মুমিনুল বলেন, ‘এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় নিজের কানটা বন্ধ করতে হবে।’

আগেও বাংলাদেশ খারাপ ফলের বৃত্ত থেকে বেরিয়ে এসেছে। এবারও আসবে, এমনটা বিশ্বাস অধিনায়কের। তবে সেজন্য প্রয়োজনে পুরো মনোযোগ ক্রিকেট মাঠে দেয়া।

তিনি বলেন, ‘দেখেন বাংলাদেশ দল কিন্তু এমন না। এরকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নেই। আমাদের চেষ্টা বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা।’

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh