মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রক্ষা পেলেন বাংলাদেশি শিক্ষার্থী

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ০৮:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছেন বাংলাদেশি এক শিক্ষার্থী। দেশটির আপিল বিভাগ এ সিদ্ধান্ত দেন।

বৃহস্পতিবার মালয় মেইল এক প্রতিবেদনে জানিয়েছে, চার বছর আগে প্রায় চার কেজি গাঁজা পাচারের অভিযোগে তার এ দণ্ড হয়েছিল। তিনি দেশটির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের ছাত্র।

২০১৭ সালে বাংলাদেশি ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর হোস্টেলে গাঁজা পাওয়া যায়। তাকে গ্রেফতারের পর মাদক পাচারের অভিযোগ আনা হয়। এরপর ২০১৯ সালে হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ড দেন। এ আদেশের বিরুদ্ধে মোহাম্মদ হাবিবুল আপিল করেন। 

তিন সদস্যের বেঞ্চ রায়ে জানিয়েছেন, মোহাম্মদ হাবিবুল হাসান খানের আপিলের যোগ্যতা ছিল এবং প্রসিকিউশন মামলায় জ্ঞাত উপাদান প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। হোস্টেলে হাবিবুলের কক্ষ থেকে বিপুল পরিমাণ গাজা পাওয়া গিয়েছিল। নিম্ন আদালতের শুনানিতে হাবিবুলের আইনজীবী জানিয়েছিলেন, আদতে ওই ব্যাগটি জাওয়াদ নামের আরেক শিক্ষার্থীর। সে ইউনিভার্সিটি এলাকার বাইরে থাকত। হাবিবুলকে গ্রেফতারের পরের দিনই জাওয়াদ আত্মহত্যা করেছিল।

বিচারপতি হানিপাহ বলেন, বিচারিক আদালত এই প্রমাণটি গ্রহণ করেনি এবং কেবল অস্বীকৃতি ও পরবর্তী ভাবনা হিসেবে একে উড়িয়ে দেওয়া হয়েছিল।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh