ত্রিপুরা নির্বাচন: বিজেপির বিরুদ্ধে সন্ত্রাস, জাল ভোটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১১:১০ পিএম

ত্রিপুরা পৌর নির্বাচনে ভোট দিতে আসেন এই বৃদ্ধা। ছবি: সংগৃহীত

ত্রিপুরা পৌর নির্বাচনে ভোট দিতে আসেন এই বৃদ্ধা। ছবি: সংগৃহীত

ভারতের শাসক দল বিজেপির বিরুদ্ধে ত্রিপুরা পৌর ভোট ঘিরে দিনভর দফায় দফায় হামলা ও সন্ত্রাসের অভিযোগ তুলেছে তৃণমূল কংগ্রেস ও সিপিএম। ভোট শান্তিপূর্ণ মুখ্যমন্ত্রী বিপ্লব দেব দাবি করলেও শীর্ষ আদালতের নির্দেশে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ত্রিপুরায় ভোটে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আরও দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পৌর ভোটের প্রচার থেকে বিজেপি তৃণমূল সংঘাতের আবহে ত্রিপুরা পৌরসভার ভোটগ্রহণ শুরু হলে, বেলা যত গড়িয়েছে অস্থিরতা ও বিশৃঙ্খলা তত বেড়েছে। আর অধিকাংশ ক্ষেত্রে অস্থিরতা ও অশান্তির জন্য বিরোধীরা শাসক দল বিজেপির দিকে অভিযোগের আঙ্গুল তুলেছে।

পুলিশি নিষ্ক্রিয়তার সুযোগে বিরোধী দলের প্রার্থী ও কর্মীদের মারধর, ভোট লুট, জাল ভোট ও ভোট কারচুপিসহ বিজেপির নেতাকর্মীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছে তৃণমূল কংগ্রেস এবং সিপিএম।

তৃণমূলের রাজ্যসভার এমপি সুস্মিতা দেব বলেন, ‘আমাদের দলের কর্মীরা যেভাবে বিজেপির সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে লড়াই করেছে, সাহস দেখিয়েছে, তা সবার জন্য প্রেরণার। আমি বিশ্বাস করি, জনসাধারণ আমাদের পাশে আছেন। ২৮ তারিখ ফলাফল বের হবে। রেজাল্ট যাই হোক, একদিক থেকে দেখতে গেলে, আমরা জিতেছি, কারণ আমরা প্রার্থী দিয়েছি এবং লড়াই করেছি।’

তৃণমূল নেত্রী দোলা সেন বলেন, ‘সন্ত্রাস করে বিজেপি কিছু মানুষকে কিছুদিন আটকে রাখতে পারলেও সারাজীবন সন্ত্রাস করে সব মানুষকে আটকে রাখতে পারবে না।’

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বৃহস্পতিবার নিজের জন্মদিনে পরিবার নিয়ে ত্রিপুরেশ্বরী মন্দিরে পূজা দিতে গিয়ে ত্রিপুরার পৌর ভোট নিয়ে বিরোধীদের তোলা অশান্তির অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, ‘বিরোধীদের অভিযোগের কোনো সঠিক ভিত্তি নেই। ভোট শান্তিপূর্ণ হয়েছে।’

এদিকে, ত্রিপুরার পৌরসভার ভোট চলাকালীন রাজ্যের পরিস্থিতি নিয়ে তৃণমূলের করা মামলার রায়ে ভারতের শীর্ষ আদালত ভোট অবাধ ও শান্তিপূর্ণভাবে করার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অতিরিক্ত দু’কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দ্রুত পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ও বিচারপতি বিক্রমনাথের বেঞ্চ।

ত্রিপুরা পৌরভোটে বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে থানা ঘেরাওয়ের এর পাশাপাশি সব ওয়ার্ডেই পুনঃনির্বাচনের দাবি তুলেছে সিপিএম।


সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh