৬৫ বিচারকের পদোন্নতি, ৩৩৮ জনকে রদবল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২১, ১১:৫১ পিএম | আপডেট: ২৬ নভেম্বর ২০২১, ১০:৪২ এএম

ফাইল ছবি

ফাইল ছবি

৬৫ জন সহকারী জেলা জজকে যুগ্ম জেলা পদে পদোন্নতি দিয়েছে সরকার। অন্যদিকে, ৯৭ জনকে শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, বিচার বিভাগের ৩৮৮ জন কর্মকর্তার দপ্তর বদল করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে আইন ও বিচার বিভাগ বৃহস্পতিবার (২৫ নভেম্বর) পাঁচটি প্রজ্ঞাপনে এসব বদলি, পদোন্নতি ও নিয়োগ দিয়েছে।

এর মধ্যে সহকারী জজ ও সমপর্যায়ের ৩৩৩ কর্মকর্তা এবং ৪৮ জন যুগ্ম জেলা জজকে বদলি করা হয়েছে।

আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার হিসেবে পদায়নের জন্য সাত জন যুগ্ম জেলা জজকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়েছে।

সহকারী জেলা জজ ও সমপর্যায়ের ৬৫ জন কর্মকর্তাকে যুগ্ম জেলা পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

এছাড়া, মেধাক্রম অনুযায়ী শিক্ষানবিশ সহকারী জজ হিসেবে নিয়োগ পেয়েছেন ৯৭ জন প্রার্থী।

বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের গত ২ মার্চের সুপারিশের ভিত্তিতে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh