রাজধানীতে অঙ্গশ্রীর দেশীয় পণ্যের মেলা

মেহনাজ খান

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২১, ০৪:৩২ পিএম

দেশীয় পণ্যের মেলা

দেশীয় পণ্যের মেলা

অঙ্গশ্রীর আয়োজনে ঢাকায় চলছে দুইদিন ব্যাপি দেশীয় পণ্যের মেলা। শনিবার (২৭ নভেম্বর) মেলার শেষ দিন, অঙ্গশ্রী আয়োজন করেছে ‘প্রি-উইন্টার ট্রাংক শো’। 

রাজধানীর গুলশান-২ এর ইউনিমার্টে মেলায় অংশ নিয়েছেন দশজন দেশীয় পণ্যের উদ্যোক্তা।


মেলার আয়োজক আলিয়াহ্ ফেরদৌসী বলেন, দেশীয় পণ্যের উদ্যোক্তাদের শীতকালীন পণ্য নিয়ে অঙ্গশ্রীর এই আয়োজন। মেলায় অনেক স্মার্ট এবং আকর্ষণীয় দেশী পণ্য রয়েছে।


মেলা ঘুরে দেখা গেছে, মেলায় হাতে তৈরি দেশী শাড়ি, থ্রি-পিস ও জুয়েলারি ক্রেতাদের নজর কেড়েছে। আরো রয়েছে, জামদানী, মসলিন, দেশীয় বাহারী রকমের পোশাক। ‘অঙ্গশ্রী’র নিজস্ব ডিজাইন করা পণ্য পাওয়া যাচ্ছে এ মেলায়। 


মেলায় এসে ক্রেতারা পাবে অনেক ধরনের পণ্য। দর্শনার্থীরা তাদের পছন্দের মতো শীতকালীন ও অন্যান্য পণ্য সংগ্রহ করতে পারবে আজকের দিন জুড়ে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh