বাংলাদেশের পাকিস্তানি সমর্থকের জার্সি খুলে নিলেন ভক্তরা

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ১২:৪৬ পিএম

বিশ্বকাপে বাজে খেলার পর ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টির প্রথম দুই ম্যাচ হেরেছে বাংলাদেশ। এরপরও সমর্থন কমেনি বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। দল খারাপ খেললে কখনো কখনো মন খারাপ হলেও আবারো সেই প্রিয় টাইগারদের সমর্থন দিতে মাঠে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থনের একটুও কমতি রাখেননা।

টাইগারদের সমর্থনের মধ্যেও মিরপুর স্টেডিয়ামে একশ্রেণির বাংলাদেশিরা পাকিস্তানকে সমর্থন করছে- বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় চলছে। বাংলাদেশ-পাকিস্তান তৃতীয় টি-টোয়েন্টির আগেও বেশ কিছু বাঙালি ভক্তদের স্টেডিয়ামে পাকিস্তানের জার্সি ও পতাকা পরে যেতে দেখা যায়। আজ খেলা শুরুর আগে মিরপুর স্টেডিয়াম গেটের সামনে কিছু তরুণকে দেখা যায় ব্যানার হাতে দাঁড়িয়ে থাকতে। তারা পাকিস্তানি পতাকা নিয়ে স্টেডিয়ামে আসা বাংলাদেশি নাগরিকদের প্রতিরোধের ঘোষণা দেয়। তারা গ্যালারিতে পাকিস্তানি পতাকা ও জার্সি পরিহিত বাংলাদেশি সমর্থক দেখলে প্রতিবাদ জানাবেন বলেও জানান।

এরপরেই এক দল সমর্থককে হইহই করতে দেখা যায়। এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। ওই ভিড়ের মধ্যে একজনের হাতের পতাকা কেড়ে নেওয়া হয়। সেটি কোনো দেশের পতাকা। এরপরেই আরেকজনকে দেখা যায় জার্সি আড়াল করে যাচ্ছেন। পরে সেটি খুলে দেখা যায় পাকিস্তানের জার্সি। বাঙালি হয়ে পাকিস্তানের সমর্থন বিষয়ে প্রশ্ন করেন ওই ভক্তকে। এরপর তার জার্সি কেড়ে নেওয়া হয়। তাকে আটক করা হলেও জার্সিটা নিয়েই ছেড়ে দেওয়া হয়।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh