চট্টগ্রামে ইউপি নির্বাচনে বিজয়ী নৌকার ১৯ জন ও বিদ্রোহী-স্বতন্ত্র ৭ জন

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২১, ০১:১৫ পিএম

চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রাম জেলার মানচিত্র

তৃতীয় ধাপে অনুষ্ঠিত ভোট গ্রহণে চট্টগ্রামের রাঙ্গুনিয়া ও হাটহাজারীর ২৬টি ইউনিয়েনে ভোট গ্রাহণ সম্পন্ন হয়েছে। এরমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাঙ্গুনিয়ায় আটজন ও হাটহাজারীতে দুইজনসহ মোট ১০ জন নির্বাচিত হয়েছেন। গতকাল রবিবার বাকি ১৬ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হয়। ভোটে দুই উপজেলায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতেছেন নয়টিতে, বিদ্রোহী প্রার্থী জিতেছেন ছয়টিতে এবং বিএনপি প্রার্থী জিতেছেন একটিতে।

একই দিন রাউজানেও নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রতিপক্ষ না থাকায় রাউজানে বিনাভোটে নৌকা প্রতীকের সব চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।

রাঙ্গুনিয়ার ১৩ ইউনিয়নের মধ্যে আট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। বাকি ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হয়। ৫ ইউনিয়নে চেয়ারম্যান পদের নির্বাচনে তিনটিতে আওয়ামী লীগ ও দুটিতে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন।

ভোটে ইসলামপুরে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সিরাজুল উদ্দিন চৌধুরী সাত হাজার ৫৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সিরাজুদ্দৌলা দুলাল (আনারস) পেয়েছেন ৭৪ ভোট। দক্ষিণ রাজানগরে আওয়ামী লীগ প্রার্থী আহমদ ছৈয়দ তালুকদার (নৌকা) সাত হাজার ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী এনামুল হক মিয়া (আনারস) পেয়েছেন তিন হাজার ৬৬ ভোট। হোসনাবাদে আওয়ামী লীগের প্রার্থী দানু মিয়া (নৌকা) পেয়েছেন ছয় হাজার ৫৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মির্জা জসিম উদ্দিন (আনারস) পেয়েছেন ৬০৫ ভোট। লালানগরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রফিকুল ইসলাম তালুকদার (আনারস) চার হাজার ৩৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের মীর তৌহিদুল ইসলাম কাঞ্চন পেয়েছেন দুই হাজার ৯১৭ ভোট। বেতাগী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শফিউল আলম (আনারস) ছয় হাজার ৯৬৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নূর কুতুবুল আলম পেয়েছেন তিন হাজার ৬১৬ ভোট।

হাটহাজারী উপজেলার ১৩ ইউনিয়নের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী জিতেছেন আটজন। তার মধ্যে দুই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। এছাড়া বিদ্রোহী প্রার্থী চার ও বিএনপি প্রার্থী এক ইউনিয়নে জয়ী হয়েছেন।

আওয়ামী লীগের বিজয়ীরা হলেন মির্জাপুরে আকতার হোসেন খাঁন সুমন, গুমানমর্দ্দনে মুজিবুর রহমান, মেখলে মো. সালাউদ্দিন চৌধুরী, গড়দুয়ারায় মো. সরোয়ার মোরশেদ তালুকদার, উত্তর মাদার্শায় শাহিদুল আলম, ফতেপুরে মো. জয়নুল আবেদিন, চিকনদন্ডীতে হাসানুজ্জামান বাচ্চু, দক্ষিণ মাদার্শায় মো. সরোয়ার চৌধুরী। ছিপাতলীতে বিএনপি সমর্থিত নূরুল আহসান লাভু বিজয়ী হয়েছেন। স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বিজয়ীরা হলেন ধলইয়ে মো. আবুল মনসুর, নাঙ্গলমোড়ায় হারুনুর রশিদ, ১৪ নং ইউপিতে এম এ খালেদ ও বুড়িশ্চরে জাহেদ হোসাইন।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh