নাজিরপুর গণহত্যা দিবস আজ

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ০২:৩০ পিএম | আপডেট: ০১ ডিসেম্বর ২০২১, ০২:৩০ পিএম

আজ বুধবার (১ ডিসেম্বর) পাবনা সদর উপজেলার নাজিরপুর গণহত্যা দিবস। একাত্তরের এইদিনে নাজিরপুর গ্রামে হানাদার বাহিনী তাদের দোসরদের নিয়ে চালায় নির্মম হত্যাযজ্ঞ। হানাদার বাহিনীর হাতে শহীদ হন অর্ধশতাধিক গ্রামবাসীসহ মুক্তিযোদ্ধা। পুড়িয়ে দেয়া হয় অসংখ্য ঘরবাড়ি।

মুক্তিযুদ্ধের সময় এই গ্রামটি ছিলো জেলার পশ্চিমাঞ্চলের মুক্তিযোদ্ধাদের মূল ঘাটি। এখান থেকেই পরিচালিত হতো পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে হামলার রণকৌশল। পাকবাহিনীর কাছেও আতঙ্কের নাম ছিলো নাজিরপুর। 

পহেলা ডিসেম্বর ভোরে পাক বাহিনী তাদের এ দেশীয় দোসরদের নিয়ে চারদিক থেকে নাজিরপুর গ্রামটিকে ঘিরে ফেলে। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধসহ ৬২ জনকে গুলি করে হত্যা করে। 

মুক্তিযুদ্ধের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শহীদ প্রতি পরিবারকে কবর বাঁধানোর জন্য দুই হাজার করে টাকা দিয়েছিলেন। এখন কবরগুলো সংরক্ষণের দাবি স্থানীয়দের।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh