চট্টগ্রামে বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২১, ১০:২২ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

ল্যান্ডিং গিয়ার ত্রুটির কারণে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জরুরি অবতরণ করেছে। এর আগে ত্রুটি দেখা দিলে বিমানবন্দরে নামতে না পেরে আকাশে চক্কর দিতে থাকে ফ্লাইটটি। প্রায় ৬০ মিনিট চক্করের পর অবশেষে ৯টা ৪৫ মিনিটে অবতরণ করে।

বুধবার (১ ডিসেম্বর) রাতে জরুরি অবতরণ করলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিমানের সহকারী ম্যানেজার ওমর ফারুক ফ্লাইট অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহ আমানত বিমানবন্দরের ফায়ার সার্ভিস জানায়, ফ্লাইটটি অবতরণের আগে ফায়ার সার্ভিসসহ সব ধরনের ইমার্জেন্সি সার্ভিস প্রস্তুত ছিল। তবে সেগুলো প্রয়োজন হয়নি। যাত্রীরা নিরাপদে অবতরণ করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৬১৭ ফ্লাইটটি চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়। চট্টগ্রামে অবতরণের আগে ল্যান্ডিং গিয়ারটি কাজ না করায় ফ্লাইটটি আকাশে বারবার চক্কর দিতে থাকে। পরে ৪২ জন যাত্রী নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করে।

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh