বই আলোচনা: ‘ভালোবাসি তাই’

রোমান্টিকতার মিশেলের আখ্যান

ফাহমিদুর রহমান

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২১, ০৩:০৩ পিএম

শ্রাবণের কত রাত কেটেছে চোখের পানে চেয়ে, ঋতু যায় ঋতু আসে। মানুষের সমাজ বড় হচ্ছে, প্রকৃতি হচ্ছে মানুষের আরও গভীর বন্ধু। অদ্ভুদ সুন্দর একটা বজ্রপাতের দৃশ্য-এমন বৃষ্টির রাতে কেউ কী দেখেছে, কে জানে? স্পর্শ আর হৃদয়কে ঘিরে এমন বৃষ্টির রাতের চমৎকার আলাপন দিয়ে শুরু হয়েছে নিশাত ইসলাম প্রণীত উপন্যাস ‘ভালোবাসি তাই’। উপন্যাসটি অন্বেষা প্রকাশন থেকে প্রকাশিত। এ উপন্যাসে রোমান্টিকতার যেমন ছড়াছড়ি তেমনি রয়েছে নিবিষ্ট ভালোবাসায় আস্থার জায়গা। 

স্পর্শ আর হৃদয় কেন্দ্রিয় চরিত্র। যারা প্রণয়াবদ্ধ তরুণ-তরুণী। তারা একে অন্যকে গভীরভাবে পেতে চায়, সমকালে এমনই এক দুরন্ত প্রেমে ভাসানো গল্প এটা। এ গল্প পাঠককে নিয়ে যাবে সেই চরম উত্তেজনাকর মুহূর্তে যারা মানতে পারবে না নিয়ম এবং মানা। দুটি ভালোবাসার মন এক হয়ে ছুটে চলে গল্পে তা পাঠকের নিকট হয়ে ওঠে শিল্পতুল্য। 

চমৎকৃত হওয়ার মতো ভাষাবিন্যাস এবং কাহিনীর নতুনত্ব দেখা যায় প্রতিনিয়ত বাঁক বদলে কাহিনীতে। ফলে পাঠকের কাছে নিশাত ইসলাম রচিত এ গ্রন্থ আলোকময় হয়ে উঠবে বলে মনে করি। এ উপন্যাসটি পাঠকের মনে দীর্ঘস্থায়ী আসন গেঁড়ে নেবে বলে বিশ্বাস করি।


ভালোবাসি তাই (উপন্যাস)
লেখক : নিশাত ইসলাম
প্রচ্ছদ : ধ্রুব এষ্
প্রকাশন : অন্বেষা প্রকাশন

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

Design & Developed By Root Soft Bangladesh